হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
সিভয়েস২৪ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আদাবর থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে।
বিনোদন সব খবর