Cvoice24.com

বিয়ের পর তাহসানের ‘চাঁদের আলো’ নিয়ে হইচই, কে এই রোজা

সিভয়েস২৪ ডেস্ক
১৪:৪৩, ৫ জানুয়ারি ২০২৫
বিয়ের পর তাহসানের ‘চাঁদের আলো’ নিয়ে হইচই, কে এই রোজা

নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। তাহসানের সঙ্গে নববধূ রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন, ‘তাহসান চাঁদের আলো পেয়ে গেছে’। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন তাঁর পিছু ছাড়ছে না। এবার খুঁজে বের করা হয়েছে তাহসানের শ্বশুরের পরিচয় ।  

জানা গেছে, তাহসানের নববধূ রোজা আহমেদের বাবা ফারুক আহমেদ বরিশাল নগরের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক বরিশালে যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে ওঠেন। তবে ২০০১ সালের পর দীর্ঘ পাঁচ বছর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে পানামা ফারুক আত্মগোপনে ছিলেন।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে ওইভাবে স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আবারও সক্রিয় হন পানামা ফারুক। একপর্যায়ে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তার মেয়ে রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান। তাহসানের স্ত্রী রোজা পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

রোজা আহমেদের চাচা মনা আহম্মেদ শনিবার (৪ জানুয়ারি) রাতে জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌ হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন। এ বিয়েতে আমরাসহ প‌রিবারের সবাই অনেক খু‌শি, সেইসঙ্গে খুশি ব‌রিশালবাসীও। 

প্রসঙ্গত, ভালবেসে বিয়ের প্রায় ১১ বছর পর ২০১৭ সালে ভক্তদের চমকে দিয়ে হঠাৎই নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন শোবিজাঙ্গনের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। বিচ্ছেদের দুই বছরের মাথায় ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন তিনি। 

অন্যদিকে বিচ্ছেদের পরেও ৭ বছর সিঙ্গেল ছিলেন তাহসান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কে জড়ানোর খবর মেলেনি। তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই অভিনেতার বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।