Cvoice24.com

বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ১০ জানুয়ারি ২০২৫
বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। 

জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: