বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?
সিভয়েস২৪ ডেস্ক

দক্ষিণী তারকা প্রভাস সবসময়ই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে তার নাম জড়িয়ে যায়। শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। এ খবরের পর থেকে এই আলোচনা আরো তীব্র হয়।
অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি। যদিও এখনো তার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রভাস ভক্তরা বহু বছর ধরে তাকে বরের বেশে দেখার অপেক্ষায় রয়েছেন এবং এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তবে পাত্রী আনুশকা শেট্টি নয়, শোনা যাচ্ছে অন্য একজনের কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রাম চরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত।
সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
রাম চরণ বলেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস অনুরাগীরা।
উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। কেউ কেউ আবার আনুশকা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বিনোদন সব খবর