আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
সিভয়েস২৪ ডেস্ক

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। মঙ্গলবার (১৪ জানয়ারি) ব্যাংককের স্থানীয় সময় রাত ৩.০৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।
বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”
তনির স্বামী শাহাদাৎ হোসেন দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। গত বছর অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দুই মাস ধরে তনি দুই দেশের মধ্যে যাতায়াত করছিলেন।
শাহাদাৎ হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তবে বয়সে ৩৮ বছরের বড় ব্যক্তিকে বিয়ে করায় তনি দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও ট্রলের মুখোমুখি হয়েছেন। ফেসবুক লাইভে এলে তাকে বিভিন্নভাবে কটূক্তি করা হতো। তবে এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি তনি। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “এসব আমি তোয়াক্কা করি না। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।”
শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে ভালোবেসে অসমবয়সী শাহাদাৎকে বিয়ে করেন তনি। প্রথমে পরিবারের আপত্তি থাকলেও পরে সম্পর্ক মেনে নেয়া হয়।
রোবাইয়াত ফাতিমা তনি দেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’ বর্তমানে দেশের অন্যতম সফল ফ্যাশন ব্র্যান্ড। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে, যেখানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।
বিনোদন সব খবর