ওপার বাংলায় পরীমণির সিনেমা, যা বললেন নায়িকা
সিভয়েস২৪ ডেস্ক

ওপার বাংলার প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পেয়েছে দেবরাজ সিনহা পরিচালিত ছবি সিনেমা ‘ফেলুবক্সি’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশটির সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং ঢাকাই চিত্রনায়িকার আলোচিত অভিনেত্রী পরীমণি।
এবারই ভারতের কোনো সিনেমায় অভিষেক ঘটল পরীমণির। কিন্তু ছবিটি মুক্তির দিনে ভিসা জটিলতায় কলকাতায় থাকতে পারেননি তিনি। দেশেই আটকে ছিলেন নায়িকা। এতে যে তিনি তার সহশিল্পীদের খুব মিস করেছেন, তা স্পষ্ট।
তবে তারপরও টালিউডে অভিষেক হওয়ার কারণে সিনেমাটি মুক্তির বিষয়ে অন্যরকম অনুভূতি পাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে নানা কথা বলেছেন পরীমণি।
তিনি জানান, ফেলুবক্সি মুক্তি উপলক্ষ্যে কলকাতায় লম্বা সময়ও থাকার কথা ছিল পরীমণির। কিন্তু তা হয়নি। নায়িকা বলেন, ‘দুর্ভাগ্যবশত যাওয়া হলো না। কলকাতায় ২২ দিন থাকার প্ল্যান করেছিলাম। যেহেতু সেখানে উপস্থিত হতে পারিনি, আশা করি এই ছবির দর্শকদের সঙ্গে থাকতে পারব।’
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার প্রসঙ্গে পরী বলেন, ‘সোহম একজন অসাধারণ অভিনেতা, তিনি খুব প্রতিভাবান এবং দয়ালু ব্যক্তি। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। সোহমের সঙ্গে অভিনয় একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।’
পরীমণি আরও বলেন, ‘পুরো কাস্ট ও ক্রু চমৎকার ছিল। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে তখন আমার ছেলে ছোট ছিল। আর ওই অবস্থাতেই শ্যুটিং করেছিলাম। তারা তখন আমাকে অনেক যত্নে রেখেছিল।’
অন্যদিক সিনেমা মুক্তির দিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেতা। শুক্রবার দুপুরে নিজের ৫টি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, সুপ্রভাত। শীতের সকালে #felubakshi-এর কলকাতার ভ্রমণ।
সোহম আরও লেখেন, আজকে থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহতে মুক্তি পাচ্ছে ফেলুবক্সি, দেখে জানাবেন কেমন লাগল।
থ্রিলার গল্পের এ সিনেমায় পরীমণি, সোহম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। রহস্যে ঘেরা সিনেমাটি তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। তবে ছবিতে দর্শকদের নজর কেড়েছেন পরীমণি।
বিনোদন সব খবর