Cvoice24.com

চট্টগ্রামের সন্তান ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা এম এ গণি আর নেই

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রামের সন্তান ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা এম এ গণি আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ এম এ গণি। বুধবার লন্ডনের স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।

৮১ বছর বয়সী প্রবীণ এ আওয়ামী লীগ নেতার জন্ম চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকায়। ১৯৬৩ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটিতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান এম এ গণি। ৬৫ সালে  আন্দরকিল্লা থেকে মুসলিম লীগের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন ওয়ার্ড কাউন্সিলর। পরে বিপুল ভোটে কো-অপারেটিভ ব্যাংকের পরিচালক নির্বাচিত হন তিনি। ১৯৬৯ সালে দেশ ছেড়ে যান লন্ডনে। সেখানে ব্যবসা প্রশাসনে উচ্চতর ডিগ্রি নেয়ার পাশাপাশি যুক্ত হন লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়