Cvoice24.com

সৌদিতেও রামদা-ছুরি নিয়ে বাংলাদেশিদের সংঘর্ষ, প্রবাসী নিহত

প্রবাস ডেস্ক, সিভয়েস

প্রকাশিত: ১৪:০৫, ২৩ মার্চ ২০২১
সৌদিতেও রামদা-ছুরি নিয়ে বাংলাদেশিদের সংঘর্ষ, প্রবাসী নিহত

পান থেকে চুন কষলেই বিবাদ কিংবা সংঘর্ষে জড়ানো যেন বাঙালির রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রবাসে গিয়েও এর ব্যত্যয় হচ্ছে না। সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী। আহত হয়েছেন আরও অনেকে। 

দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় শনিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। কথা কাটাকাটি দিয়ে শুরু। পরে রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকশ বাংলাদেশি।  

এ ঘটনায় বাংলাদেশি এক প্রবাসী নিহত হয়েছেুন। তবে এখনো তার পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

প্রবাসীরা জানান, সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত বাংলাদেশিরা ব্যাঙের ছাতার মতো উপজেলা ও জেলাভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। আর এসব সংগঠনের কারণে মাঝে মধ্যেই লক্ষ্য করা যায় উগ্রতা।

প্রায় সময়ই অঞ্চলভিত্তিক এসব সংগঠনের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ানোর ঘটনা ঘটছে। সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মকাণ্ডে দেশটির নাগরিক ও সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

অথচ সৌদিতে থাকা ভারতীয়, পাকিস্তানি, নেপালি ইত্যাদি দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোনো গ্রুপ বা সংঘ গড়ে তোলে না। এমনকি কোনো সংঘর্ষেও জড়ায় না।

সর্বশেষ

পাঠকপ্রিয়