Cvoice24.com

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাস ডেস্ক, সিভয়েস

প্রকাশিত: ১২:৫৭, ২১ জুন ২০২১
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

একটি কনস্ট্রাকশন সাইড থেকে তাদের আটক করা হয়

মালয়েশিয়ায় ৩০৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটি ইমিগ্রেশন বিভাগ। রোববার (২০ জুন) দিবাগত রাতে সেখানকার সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়া, ৮ জন মিয়ানমার (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম, ২ জন ভারতের নাগরিক রয়েছেন। মোট ৩০৯ জনের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। এর মধ্যে নারীদের সবাই ইন্দোনেশিয়ান।

অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সীর এই অভিবাসীদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৬ জুন একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে ৬২ জন বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসিকে গ্রেপ্তার করা হয়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়