Cvoice24.com

করোনা পরীক্ষা লাগবে না ওমানে প্রবেশে, শিথিল হলো মাস্কবিধিও

মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে

প্রকাশিত: ২৩:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২
করোনা পরীক্ষা লাগবে না ওমানে প্রবেশে, শিথিল হলো মাস্কবিধিও

ফাইল ছবি

মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে ওমানে প্রবেশে ৭২ ঘণ্টা পূর্বে কোভিড পরীক্ষার যে বিধিনিষেধ ছিল তা মঙ্গলবার (০১ মার্চ) থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ওমানের করোনা প্রতিরোধের সুপ্রিম কমিটি এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। 

দেশটির জাতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, যেসব যাত্রী ওমান সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুই ডোজ গ্রহণ করেছেন তাদের দেশটিতে প্রবেশের পূর্বে কোন প্রকার কোভিড পরীক্ষা দিতে হবে না। এর ফলে দীর্ঘ দুই বছর ধরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলো তেলসমৃদ্ধ দেশটি।

একই সাথে মঙ্গলবার (০১ মার্চ) থেকে শিথিল করা হয়েছে মাস্কের ব্যবহারও। এদিন থেকে বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে, সংকীর্ণ স্থানে পাশাপাশি থাকলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া হোটেলগুলোতেও ধারণক্ষমতার শতভাগ বুকিং নেওয়া যাবে বলেও সিদ্ধান্ত হয়।

ওমান সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে সেখানে বসবাসরত প্রবাসীরা। ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন আমিন বলেন, এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের ভোগান্তির অবসান হলো। ওমান সরকারের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।

সর্বশেষ

পাঠকপ্রিয়