Cvoice24.com

বাংলাদেশিদের জন্য হজ ও ওমরাহ পালনে সতর্কবার্তা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১৪ মার্চ ২০২২
বাংলাদেশিদের জন্য হজ ও ওমরাহ পালনে সতর্কবার্তা

হজ ও ওমরাহ পালনে বাংলাদেশিদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। সতর্কবার্তায় বলা হয়েছে, হজ ও ওমরাহ পালনে কোন বাংলাদেশি ৬০ হাজারের অধিক মূল্যের স্বর্ণালঙ্কার নিলে তাকে লিখিতভাবে সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। 

মঙ্গলবার (৮ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি হজ ও ওমরাহ পালনকারীদের মূল্যবান জিনিসপত্র কেনার সময় ইলেক্টিক্যাল ভাউচার গ্রহণ করতে হবে যাতে পরবর্তীতে প্রদর্শন করা যায়। ভাউচার দেখাতে না পারলে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে। হজ ও ওমরাহ পালনে ৬০ হাজার রিয়ালের বেশি মূল্যের স্বর্ণালংকার নিতে লিখিতভাবে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। হজ ও ওমরাহ যাত্রীদের সাথে তাদের ব্যবহারে তৈজসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশনসহ সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবে। বাণিজ্যিক উদ্দেশে টুপি, জর্দা ও প্রেসক্রিপশনবিহীন ওষুধ ও অন্যান্য জিনিসপত্র নেয়া যাবে না। সৌদি সরকারের নিকট বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে স্বর্ণালংকার ও দ্রব্যাদি না নেয়ার অনুরোধ করা হয়েছে। 

-সিভয়েস/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়