Cvoice24.com

‘করোনা মুক্তি’তে মসজিদে-ঘরে আযানের ধ্বনি

প্রকাশিত: ১৮:৩০, ২৬ মার্চ ২০২০
‘করোনা মুক্তি’তে মসজিদে-ঘরে আযানের ধ্বনি

পাঁচ ওয়াক্ত আযানের মতো ঠিক ১০টায় শহর আর গ্রামে আযানের ধ্বনি শুনা গেলো। তবে এ আযান নামাজের আহ্বানের জন্য নয়। এ আযান মহামারি ‘করোনা’ আক্রান্ত থেকে মুক্তির আশায়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টায় এ আযান শুধু মসজিদে সীমাবদ্ধ ছিল না। শহর ও গ্রামের প্রতিটি ঘরের আঙ্গিনায় পরিবারের কর্তাব্যক্তিরাও আযান দিয়েছেন। শহর ও গ্রামের অনেক জায়গাতেই এ আযান শুনা যায়।

জানা যায়, এটা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নয়। ধর্মীয়ভাবে আলেম ওলামগণ এবং ধর্মীয়ভাবে মহামারি থেকে মুক্ত হতে আযানের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যখন কোনো মহামারি আসে তখন আযান দিয়ে মহামারি থেকে পরিত্রাণ চাওয়া সুন্নাত পদ্ধতি। 

-সিভয়েস/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়