Cvoice24.com

ছবিতে চট্টগ্রামের ভোটের মাঠ

আজীম অনন

প্রকাশিত: ১৯:১৫, ২৭ জানুয়ারি ২০২১
ছবিতে চট্টগ্রামের ভোটের মাঠ

নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনকে কেন্দ্র করে আসা বহিরাগতরা গাড়ি বহর নিয়ে ফিরে যাচ্ছেন।

সকাল ৮টায় শুরু হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দিন গড়াতেই বাড়ে সহিংসতা, প্রাণহানির ঘটনা। বিকেল ৪টায় সেই উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে শেষ হয় চসিক নির্বাচন। নগরের লালখান বাজার, বাকলিয়া, জামালখান আগ্রাবাদ, বহদ্দারহাট এলাকায় ঘুরে তোলা হয়েছে সারাদিন ঘটে যাওয়া নানা অনিয়ম, সংঘাতের চিত্র।

লালখান বাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত আলাউদ্দীনের বোনের আহাজারি।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ১

লালখান বাজারে সহিংসতার পরে টহলে বিজিবি

বাকলিয়ায় ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন।

চকবাজার বিএড কলেজ কেন্দ্রে গোপন কক্ষে জোর করে নারী ভোটারদের ভোট দিচ্ছে এক যুবক।

সেন্ট স্কলাসটিকা কেন্দ্রের নারী ভোটারের বুথের গোপন কক্ষে ভোট প্রয়োগ করতে দেখা যাচ্ছে এক যুবককে। ছবি: আজীম অনন

সেন্ট স্কলাসটিকা কেন্দ্রে ভোট প্রয়োগ করতে আসছেন এক বৃদ্ধ নারী।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়