Cvoice24.com

কাল থেকে টিকটকের আদলে ফেসবুক

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৭ জুলাই ২০২২
কাল থেকে টিকটকের আদলে ফেসবুক

আগামীকাল বৃহস্পতিবার থেকেই বদলে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি বদলে হচ্ছে টিকটকের আদলে। 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ অনেকটা টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুক।

এবার থেকে রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরি সব কিছুই ফেসবুকের অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব দেখতে পাবেন। গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা বলা হবে না।

মেটা আরও জানিয়েছে, হোম পেজের কয়েকটি ট্যাবে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ফেসবুক ওয়াচ ও গ্রুপ ট্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না।

ফেসবুক অ্যাপ আপডেট করলে নতুন ইন্টারফেস উপভোগ করা যাবে।


 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়