Cvoice24.com

জীবিকার সন্ধানে জাল হাতে সাগরে ষাটোর্ধ্ব নারীর সংগ্রাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২২
জীবিকার সন্ধানে জাল হাতে সাগরে ষাটোর্ধ্ব নারীর সংগ্রাম

ষাটোর্ধ্ব বয়সী নারী জেলের মাছ শিকার।

চারু বানু, পেশায় একজন নারী জেলে। নদীতে জাল ফেলাই তার নিত্যদিনের কর্মযজ্ঞ। অনেক আশা নিয়ে জাল টানে। কখনো মাছ মেলে, কখনো মেলে না। গত ২০ বছর ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ঝড়-জলোচ্ছ্বাস কিংবা অন্যকোন দুর্ঘটনায় পড়েও নারী নদী ছাড়তে পারেন না। ভয় উপেক্ষা করে তাকে নামতে হয় রোজগারের তাগিদে। থাকেন চট্টগ্রাম নগরের পতেঙ্গার খেজুরতলার জেলে পল্লীতে। বয়সের ভারে কাবু এই নারী জেলের ভাগ্যে মেলেনি বিধবা কিংবা বয়স্ক ভাতা। ছবিটি বুধবার চট্টগ্রামের পতেঙ্গার খেজুর তলা সাগরপাড় থেকে তোলা।

সর্বশেষ

পাঠকপ্রিয়