Cvoice24.com

চসিকের ২১ দিনব্যাপী বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ১১ জানুয়ারি ২০২৩
চসিকের ২১ দিনব্যাপী বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ বইমেলা শুরু হবে। 

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চসিকের অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়। ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন করা হবে এবারের বই মেলায়। 

এদিকে, ১৮ জানুয়ারি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবেন। এবারের বই মেলায় বিদেশী কুটনৈতিক মিশন, বাংলা একাডেমী ও শিশু একাডেমিকে স্টল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশুতোষ কর্ণার,স্মার্ট বাংলাদেশ কর্ণার, মিডিয়া কর্ণার, লেখক আড্ডা, নতুন বই মোড়ক উম্মোচনসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। 

বই মেলার প্রস্তুতি সভায় চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। একুশে বই মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলাগুলোর অন্যতম। উৎসবমুখর বাঙ্গালীর প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলা।’

শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বই মেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, ড. আজাদ বুলবুল, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, কবি আইয়ুব সৈয়দ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দিপক কুমার দত্ত, নুরুল আবছার, এড. মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ্বজিৎ পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়