Cvoice24.com

মেসেঞ্জারে পাওয়া যাচ্ছে না মিডিয়া-ফাইল-লিংক

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৪ মে ২০২৩
মেসেঞ্জারে পাওয়া যাচ্ছে না মিডিয়া-ফাইল-লিংক

মেসেঞ্জারে শেয়ার করা কোনো মিডিয়া, ফাইল ও লিংক খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে এসব ফাইল না পাওয়া যাওয়ায়, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের।

মেসেঞ্জারের মেসেজিং ইন্টারফেসে স্ক্রল করে এসব মিডিয়া ফাইল পাওয়া গেলেও, কনভারসেশন ইন্টারফেসে গিয়ে ওইসব ফাইল আর দেখা যাচ্ছে না।

ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে এ অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে। মেসেঞ্জারে শেয়ার করা কোনো মিডিয়া, ফাইল ও লিংক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন।

অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে এ অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে।

প্রতিবেদনে দেখা যায়, অনেকে মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে অন্য কারও সঙ্গে শেয়ার করা সব ফাইল ও মিডিয়া হারিয়ে ফেলেছেন। সেখানে তাদের গুরুত্বপূর্ণ নথি, ফটো, ভিডিও ছিল বলে অভিযোগ করেছেন।

ফিলিপাইন থেকেও এমন অভিযোগ পাওয়া গেছে। এতে বোঝা যায় যে বিভিন্ন অঞ্চলে এ সমস্যা দেখা দিতে পারে।

এ প্রতিবেদন তৈরি পর্যন্ত মেসেঞ্জারের এ বিভ্রাটের কারণ বা ক্ষতিগ্রস্তদের জন্য কোনো সমাধানের বিষয়ে মেটার কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: