Cvoice24.com

বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ৯ আগস্ট ২০২২
বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বাংলাদেশকে ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে পাওয়া করোনার টিকার পরিমাণ ৭ কোটি ৫০ লাখ ডোজেরও বেশি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিকা ছাড়াও করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়