Cvoice24.com

চট্টগ্রামে ১৪ দিনে টিকা নিয়েছে ২ লাখ ১১ হাজার মানুষ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রামে ১৪ দিনে টিকা নিয়েছে ২ লাখ ১১ হাজার মানুষ

ছবি : সিভয়েস

চট্টগ্রামে ভ্যাকসিন কার্যক্রম শুরুর ১৪তম দিনে ভ্যাকসিন নিয়েছে ১৫ হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছে লাখ ১১ হাজার ৬১৫ জন। এছাড়া ভ্যাকসিন নিতে আবেদন করেছে ৩ লাখ ২৭ হাজার ১১৯ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, আজ (মঙ্গলবার) ভ্যাকসিন নেন নগরের ৭ হাজার ৭৯৫ জন ও বিভিন্ন উপজেলার ৮ হাজার ১০০ জন। নগরে ও ১৪টি উপজেলা মিলে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১৫ হাজার ৮৯৫ জন। ভ্যাকসিন গ্রহণের পর কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান তিনি।
 
১৪টি উপজেলায় ৮ হাজার ১০০ জনের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ৪ হাজার ৮৬৩ জন পুরুষ ও ৩ হাজার ২৩৭ জন নারী। উপজেলার লোহাগাড়ায় ২৩০ জন, রাঙ্গুনিয়ায় ৫৭০ জন, ফটিকছড়িতে ২৫০ জন, বাঁশখালীতে ৪০০ জন, আনোয়ারায় ৫৬৯ জন, সীতাকুণ্ডে ১ হাজার ২৩১ জন, সাতকানিয়ায় ৩২০ জন, রাউজানে ১ হাজার ৮৮ জন, মিরসরাইয়ে ৭৫৪ জন, চন্দনাইশে ৪০২ জন, বোয়ালখালীতে ৫১৬ জন, হাটহাজারীতে ৭৯০ জন, সন্দ্বীপে ১৮৯ জন, পটিয়ায় ৭৯১ জন ভ্যাকসিন গ্রহণ করেছে।

-সিভয়েস/আরএস

সর্বশেষ

পাঠকপ্রিয়