Cvoice24.com

স্থুলতার হার যত বেশি করোনায় মৃত্যুঝুকিও তত বেশি : গবেষণার তথ্য

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৫ মার্চ ২০২১
স্থুলতার হার যত বেশি করোনায় মৃত্যুঝুকিও তত বেশি : গবেষণার তথ্য

স্থুলতার হার যতবেশি করোনায় মৃত্যুঝুকিও ততবেশি 

করোনায় মৃত্যুর সঙ্গে স্থুলতার একটি যোগসূত্র পাওয়ার দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, যেসব দেশে মানুষের স্থূলতার হার বেশি, কোভিড-১৯ এ মৃত্যুও সে দেশে বেশি। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন বিশ্বে করোনায় মৃত্যু নিয়ে জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

করোনায় কাবু গোটা বিশ্ব। আক্রান্তের ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে করোনায় মৃত্যু নিয়ে নতুন তথ্য দিল ওয়ার্ল্ড ওবিসিটি ফেডারেশন। তারা বলছে, যেসব দেশে পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে ৫০ শতাংশ স্থূল, সেসব দেশে মৃত্যু হার অন্য দেশগুলোর তুলনায় ১০ গুণ বেশি।

কোভিড-১৯ এ বিশ্বে যে ২৫ লাখ মানুষের মৃত্যু ঘটেছে, তার ২২ লাখই সেই সব দেশের, যেখানকার মানুষের মধ্যে মেদবহুল হওয়ার প্রবণতা রয়েছে। গবেষণায় পাওয়া এই তথ্যকে 'নাটকীয়' বলছেন গবেষকরা। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সাড়ে ১১ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৬১ হাজার।

সর্বশেষ

পাঠকপ্রিয়