Cvoice24.com

চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন ৫ লাখ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৭ মার্চ ২০২১
চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন ৫ লাখ

টিকা কার্যক্রম শুরুর পর থেকে চট্টগ্রামে আজ পর্যন্ত টিকা নিতে আবেদন করেছেন ৫ লাখ ৯ হাজার ১৯২ জন। আজ শনিবার টিকা নিয়েছেন ২ হাজার ৭৪ জন। এদের মধ্যে নগরের ১ হাজার ২৯৫ জন ও ১৪টি উপজেলার ৭৪৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৪ লাখ ২১ হাজার ৫৩১ জন। 

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজ শনিবার টিকা গ্রহীতাদের মধ্যে ১ হাজার ২৩৫ জন পুরুষ এবং ৪৪৩ জন নারী। এর মধ্যে নগরের ১ হাজার ২৯৫ জন ও ১৪টি উপজেলার ৭৪৩ জন। এ পর্যন্ত নগরে টিকা নিয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩২৬ জন ও ১৪টি উপজেলায় টিকা নিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২০৫ জন। যার মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩৯৩ জন পুরুষ ও ১ লাখ ৬৬ হাজার ১৪০ জন নারী।

১৪টি উপজেলার মধ্যে লোহাগাড়ায় ২৯ জন, রাঙ্গুনিয়ায় ৫০ জন, ফটিকছড়িতে ৬০ জন, বাঁশখালীতে ৫০ জন, আনোয়ারায় ১৪ জন, সীতাকুণ্ডে ৯৯ জন, সাতকানিয়ায় ১১৯ জন, রাউজানে ৮৮ জন, মিরসরাইয়ে ১০৬ জন, চন্দনাইশে ২১ জন, বোয়ালখালীতে ৪১ জন, হাটহাজারীতে ২০ জন, সন্দ্বীপে ১০ জন, পটিয়াতে ৭৬ জন ভ্যাকসিন নিয়েছেন।

এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৫৩১ জনের মধ্যে ৪২ হাজার ৫৩৫ ভায়াল টিকা দেওয়া হয়েছে। মজুদ আছে ৬ হাজার ৩১৫ ভায়াল টিকা— জানানো হয় প্রতিবেদনে।

-সিভয়েস/আরএস

সর্বশেষ

পাঠকপ্রিয়