Cvoice24.com

চট্টগ্রামে করোনায় তিন মৃত্যু, শনাক্ত ৪১৪

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ৭ এপ্রিল ২০২১
চট্টগ্রামে করোনায় তিন মৃত্যু, শনাক্ত ৪১৪

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬ নমুনা পরীক্ষা করে ৪১৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭১৫ জন। এদিকে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ বুধবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি  জানান, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জন ও  চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৬ জনের করোনা টেস্ট করে ৪৫ জন ও শেভরন ল্যাবে ৫২১টি ল্যাব টেস্টে ৯৮ জনের শরীরে  করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও আরটিআরএলে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩  জনের করোনা ধরা পড়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে এদিন ২৫টি নমুনা সংগ্রহ করো পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৩৭৩ জন নগরের ও ৪১ জন উপজেলার বাসিন্দা। 

এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪০০ জন; এর মধ্যে ২৯৪ জন নগরের ও ১০৬ জন উপজেলার। 

এছাড়া মোট আক্রান্তদের মধ্যে ৩৪ হাজার ১৯৪ জন নগরের ও ৮ হাজার ৫২১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সর্বশেষ

পাঠকপ্রিয়