Cvoice24.com

সিদ্ধান্তহীনতায় পিছিয়ে দেশ, বুধবার আসছে ৫ লাখ চাইনিজ টিকা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১০ মে ২০২১
সিদ্ধান্তহীনতায় পিছিয়ে দেশ, বুধবার আসছে ৫ লাখ চাইনিজ টিকা

ফাইল ছবি

চীনের ৫ লাখ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছাবে আগামী বুধবার (১২ মে)। এটা সিনোফার্মের ভ্যাক্সিন, যার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এটি নিশ্চিত করেছেন। 

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে সোমবার (১০ মে) এক অনলাইন ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় চাইনিজ টিকা কেনার লম্বা সিরিয়ালে পেছনে পড়েছে।’

লি জিমিং বলেন, ‘জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন এ দেশে টিকা দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এই সিদ্ধান্ত নিতে সময় নেওয়া হয়েছে তিন মাস। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার সিরিয়ালে সামনে আসতে পারেনি বাংলাদেশ।’

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যেই ৫ লাখ সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়