Cvoice24.com

দেশে এসেছে চাইনিজ টিকা  

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ১২ মে ২০২১
দেশে এসেছে চাইনিজ টিকা  

চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন এখন ঢাকায়

চীন থেকে ঢাকায় পৌঁছেছে পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন। রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে টিকাবাহী সি-১৩০ কার্গো বিমানটি বুধবার (১২ মে) ভোর ৫টা ৩৫ মিনিটে অবতরণ করে। উপহার হিসেবে চীন এই ভ্যাকসিন পাঠিয়েছে। 

এদিকে উপহার হিসেবে এ টিকা পাঠানো হলেও চীন থেকে বাণিজ্যিকভাবে তা পেতে আরও সময় লাগবে। এ বিষয়ে সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় চাইনিজ টিকা কেনার লম্বা সিরিয়ালে পেছনে পড়েছে।

লি জিমিং বলেন, ‘জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন এ দেশে টিকা দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এই সিদ্ধান্ত নিতে সময় নেওয়া হয়েছে তিন মাস। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার সিরিয়ালে সামনে আসতে পারেনি বাংলাদেশ।’ 

এর আগে, গেল ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওই সময় অধিদপ্তরটির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা এলে পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এর প্রয়োগ শুরু হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়