Cvoice24.com

পরীক্ষা কমলেও চট্টগ্রামে বেড়েছে মৃত্যু ও শনাক্ত 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ১২ মে ২০২১
পরীক্ষা কমলেও চট্টগ্রামে বেড়েছে মৃত্যু ও শনাক্ত 

প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ৮৬৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৯ জন। আর মৃত্যু হয়েছে পাঁচজনের। নতুন আক্রান্তদের মধ্যে ৮২ জন নগরের এবং ২৭ জন উপজেলার। এর আগের দিন ৯০২ জনের নমুনা পরীক্ষায় ১০৬ কোভিড রোগী শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছিল মাত্র একজনের।

সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (১২ মে) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮০ নমুনা পরীক্ষায় ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮ জন করোনাক্রন্ত শনাক্ত হয় ৩৫০ নমুনা পরীক্ষায়। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ১৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০ নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩ নমুন পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ নমুনায় ৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।

সর্বশেষ

পাঠকপ্রিয়