Cvoice24.com
corona-awareness

চট্টগ্রামে ঈদের দিনে করোনা আক্রান্ত ৬১, মৃত্যু একজনের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ১৫ মে ২০২১
চট্টগ্রামে ঈদের দিনে করোনা আক্রান্ত ৬১, মৃত্যু একজনের

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন। সবমিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৬৫ জনে। আরও একজনের মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা হয়েছে ৫৭৭।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জনের প্রতিবেদনুযায়ী, চট্টগ্রামের সরকারি-বেসরকারি দশটি ল্যাবে ৭৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে বিআইটিআইডির ল্যাবে ২৩৪টি নমুনায় ১৫ জনের, চমেক হাসপাতালের ল্যাবে ২৪৮ টি নমুনায় ১০ জনের ও সিভাসু ল্যাবে ১২৫ টি নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনা পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি  ইমপেরিয়াল হাসপাতালে ২২ টি নমুনা পরীক্ষা করে ১১ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ২৪৯ টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতারের ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোন নমুনা পরীক্ষা করা হয়নি। 

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ২৯টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
 
চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৫০ জন চট্টগ্রাম নগরের। বাকি ১১ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়