Cvoice24.com

সোমবার চট্টগ্রামে টিকা নিল সাড়ে ১৬ হাজার মানুষ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৫, ২৬ জুলাই ২০২১
সোমবার চট্টগ্রামে টিকা নিল সাড়ে ১৬ হাজার মানুষ

চট্টগ্রামে আরও সাড়ে ১৬ হাজারের অধিক মানুষকে করোনা প্রতিরোধের টিকা দেয়া হয়েছে। সোমবার (২৬ জুলাই) চট্টগ্রামের ২৫ কেন্দ্রে এসব মানুষকে টিকা দেয়া হয়।

সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে এসব জানা যায়। 

তথ্য অনুসারে, সোমবার নগরের ১১ কেন্দ্রে সর্বমোট ৭ হাজার ৮৭৩ জনকে মডার্নার টিকা দেয়া হয়। এছাড়া উপজেলার ১৪ কেন্দ্রে ৮ হাজার ৯৩০ জনকে দেয়া হয় চীনের সিনোফার্মের টিকা। সবমিলিয়ে এ দিন ২৫ কেন্দ্রে ১৬ হাজার ৮০৩ জনকে টিকা দেয়া হয়।

এরমধ্যে এদিন নগরের কেন্দ্রেগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কেন্দ্রে। এ কেন্দ্রে ১ হাজার ৫৪৮ জন গ্রহণ করেন করোনা প্রতিরোধের টিকা। আর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি টিকা গ্রহণ করে সীতাকুণ্ডে। এ উপজেলাতে এদিন ১ হাজার ১১ জনকে চীনের সিনোফার্মের টিকা দেয়া হয়। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ধীরে ধীরে প্রতিটি কেন্দ্রেই টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গেল কয়েক দিনে নগরের চেয়ে উপজেলাতেই গ্রহীতার সংখ্যা বেশি দেখা গেছে। সামনে প্রয়োজন হলে আরও কেন্দ্র বাড়ানো হবে। যাতে সংখ্যাও বাড়ে।

সর্বশেষ

পাঠকপ্রিয়