Cvoice24.com

সুরক্ষা অ্যাপ হ্যাক করে টিকাগ্রহীতাদের ভুয়া এসএমএস, চমেক কর্তৃপক্ষের জিডি 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২৭ জুলাই ২০২১
সুরক্ষা অ্যাপ হ্যাক করে টিকাগ্রহীতাদের ভুয়া এসএমএস, চমেক কর্তৃপক্ষের জিডি 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১১টি কেন্দ্রে প্রতিদিন গড়ে টিকাদানের সক্ষমতার বাইরেও প্রতি কেন্দ্রে এক থেকে দেড়শ জন অতিরিক্ত ভিড় করতে থাকেন। যারা আসেন তাদের কাছেও সুরক্ষা অ্যাপ থেকে পাঠানো এসএমএস থাকে। তবে নির্দিষ্ট জনের বাইরে গিয়ে টিকা দিতে গিয়ে পুরো টিকা ব্যবস্থাপনাই ভেঙে পড়ছে। বেশ ক’দিন ধরে পাসওয়ার্ড হ্যাক করে এরকম অতিরিক্ত লোকজনকে টিকার এসএমএস পাঠানো হলেও শুধুমাত্র বিষয়টি উদঘাটন করতে পেরেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

এই পরিস্থিতিতে আইনগত প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানায় চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী একটি জিডি করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন— ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কভিড ১৯ টিকাদান কেন্দ্রে প্রতিদিনই কে বা কারা সুরক্ষা সাইট হ্যাক করে টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভুয়া এসএমএস প্রদান করে আসছেন। ফলে টিকার নির্দিষ্ট লক্ষ্যের অতিরিক্ত টিকাগ্রহীতা টিকাদান কেন্দ্রে এসে আমাদের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছেন। এ অবস্থায় জনৈক ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা সম্পাদিত উক্ত অপকর্ম বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবীর সিভেয়সকে বলেন, ‘এ সংক্রান্ত একটি জিডি করেছে চমেক কর্তৃপক্ষ। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে পারব না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়