Cvoice24.com

অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল পার্কভিউসহ চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ২৯ জুলাই ২০২১
অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল পার্কভিউসহ চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের জন্য অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেয়েছে চট্টগ্রামের আরও তিন প্রতিষ্ঠান। দেশের আরও ৫৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

নতুন করে অনুমতি পাওয়া তিন প্রতিষ্ঠান হলো— আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডেল্টা হেলথ কেয়ার। 

এর আগে, প্রথম দফায় শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মেডিকেল সেন্টার হাসপাতাল, সিএসসিআর (প্রাইভেট) লিমিটেডকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর।

অ্যান্টিজেন টেস্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে ফল দিতে পারে। ২০ মিনিটের মধ্যে এর ফল পাওয়া যায়। দ্রুত শনাক্ত মানে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়