Cvoice24.com

চট্টগ্রামে ফের করোনার চোখ রাঙানি, শনাক্তের হার বাড়লো তিন শতাংশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে ফের করোনার চোখ রাঙানি, শনাক্তের হার বাড়লো তিন শতাংশ

সংক্রমণ হার গেল তিনদিনে স্বস্তি দেখালেও ফের চট্টগ্রামে চোখ রাঙিয়েছে করোনাভাইরাস।  তিনদিনের ব্যবধানে এ হার ৩ শতাংশের বেশি বেড়েছে। 

সোমবার চট্টগ্রামে ৯৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্যবিভাগ। শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।  

এদিকে এই দিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। রাতে এসব তথ্য জানা যায়। মৃত্যুকারীদের মধ্যে একজন নগরের অন্যজন উপজেলার বাসিন্দা। এনিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৭৬ জনে এসে দাঁড়িয়েছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামে সোমবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১৩ টি ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৪ জনের। যাতে ৯৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ৫৯ জন নগরের আর ৩৮ জন উপজেলার বাসিন্দা।  এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৬২ জনে এসে দাঁড়িয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়