Cvoice24.com

করোনায় চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড, সংক্রমণের হার শূণ্য দশমিক ৬৩ শতাংশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৩ অক্টোবর ২০২১
করোনায় চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড, সংক্রমণের হার শূণ্য দশমিক ৬৩ শতাংশ

চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা এ যাবতকালের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। মঙ্গলবার ১ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ১০ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হারে যার সংখ্যা মাত্র শূণ্য দশমিক ৬৩ শতাংশ। শনাক্তের হার কমলেও এদনি উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে চট্টগ্রামে। 

মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। 

তথ্য মতে, মঙ্গলবার  চট্টগ্রামের ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৭ জন নগরের আর ৩ জন উপজেলার বাসিন্দা।  এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬০ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৩ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়