Cvoice24.com

চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে রোগী নেই ১৩ উপজেলায়, শনাক্ত ০.২৭ শতাংশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ১৫ অক্টোবর ২০২১
চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে রোগী নেই ১৩ উপজেলায়, শনাক্ত ০.২৭ শতাংশ

নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হলেও দ্বিতীয় দিনের মতো মৃত্যু শূন্য দিন পার করলো চট্টগ্রাম। এদিন ১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ৪ জন শনাক্তের বিচারে আক্রান্তের হার ছিল ০ দশমিক ২৭ শতাংশ। তবে সুখকর হচ্ছে, এদিন ১৩ উপজেলাতে কোন রোগী পাওয়া যায়নি। একই সঙ্গে ছিল না কোনো মৃত্যুর খবরও।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন নগরের এবং ১ জন চন্দনাইশ উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৩ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়