Cvoice24.com

চট্টগ্রামে ফাইজারের টিকাদান শুরু, প্রথম দিনে টিকা নিলেন সহাস্রাধিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ১৬ অক্টোবর ২০২১
চট্টগ্রামে ফাইজারের টিকাদান শুরু, প্রথম দিনে টিকা নিলেন সহাস্রাধিক

অবশেষে চট্টগ্রামেও শুরু হয়েছে ফাইজারের টিকাদান কর্মযজ্ঞ। শনিবার নগরীর দুই কেন্দ্রে এ টিকাদান শুরু হয়। টিকাদানের শুরুর দিনেই ১ হাজার ১৬৮ জনকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুপুর দুইটা থেকে অন্যান্য টিকাদানের সঙ্গে ফাইজারের টিকাও দেয়া হয়। এ কেন্দ্র প্রথম দিন টিকা দেয়া হয় ৭৬৬ জনকে। চারটি বুথে ১৪জন স্বাস্থ্যকর্মী এসব টিকা প্রদান করেন। এছাড়া বন্দর হাসপাতালে শুরুর দিন ফাইজারের টিকা দেয়া হয় ৪০২ জনকে। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভ্যাকসিন ব্যবস্থাপনার ফোকাল পার্সন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহম্মেদ তানজিমুল ইসলাম জানান, পূর্বে যারা নিবন্ধন করেছিলেন, তাদের এসএমএস পাঠানোর মধ্য থেকেই ফাইজারের টিকা দেয়া হয়েছে। আগামীতেও যাদের এসএমএস পাঠানো হবে, শুধুমাত্র তাদের এ টিকা দেয়া হবে। 

অন্যদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বন্দর হাসপাতালে প্রথম দিন ফাইজারের টিকা দেয়া হয় ৪০২ জনকে। সেখানেও এসএমএস-এর মাধ্যমে টিকা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়