Cvoice24.com

শনাক্তহীন ১৪ উপজেলা, আক্রান্ত ১০জনই নগরের বাসিন্দা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১৭ অক্টোবর ২০২১
শনাক্তহীন ১৪ উপজেলা, আক্রান্ত ১০জনই নগরের বাসিন্দা

চট্টগ্রামের ১৪ উপজেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। শনিবার জেলার ১০ টি ল্যাবে দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়। তাতে মাত্র ১০ জন রোগী পাওয়া যায়। ১০ জনই ছিল নগরের বাসিন্দা।  

শনিবার রাতে এসব তথ্য জানানো হয় সিভিল সার্জন কার্যালয় থেকে। 

সুখবর হচ্ছে, টানা চতুর্থ দিনের মতো শনিবার মৃত্যুহীন দিন কেটেছে চট্টগ্রামের। এদিনেও করোনায় আক্রান্তদের মধ্যে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

তথ্য মতে, শনিবার চট্টগ্রামের ১০টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ১২ জন নগরের।  সংক্রমণ হার ০.৬৩ শতাংশ।  এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১১০ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৩ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়