Cvoice24.com

চট্টগ্রামে একজনের মৃত্যু, রোগী শূন্য ১২ উপজেলা

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ অক্টোবর ২০২১
চট্টগ্রামে একজনের মৃত্যু, রোগী শূন্য ১২ উপজেলা

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৩ জন। যাদের ৫ জন উপজেলার বাসিন্দা। এদের ৪ জন হাটহাজারীর আর একজন বোয়ালখালীর বাসিন্দা। তবে এদিন বাকি ১২ উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। 

সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

তথ্য মতে, সোমবার চট্টগ্রামের ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৩ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৮ জন নগরের আর ৫ জন উপজেলার বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হার ১ দশমিক ০২ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৮ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৫ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়