Cvoice24.com

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে আরও এক মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪২, ২৪ অক্টোবর ২০২১
চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে আরও এক মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ০.১৯ শতাংশ। যা এখন পর্যন্ত সর্বনিম্ন সংক্রমণ হার। এদিকে সংক্রমণ হার সর্বনিম্নের দিনেই করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তিনি উপজেলার বাসিন্দা। 

রোববার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য মতে, রোববার চট্টগ্রামের ১০টি ল্যাবে সর্বমোট ২ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৩ জন নগরের আর ১ জন উপজেলার বাসিন্দা। সংক্রমণ হার শূন্য দশমিক ১৯ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১৬৩ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২০ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়