Cvoice24.com

তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা করোনা ভ্যাকসিন পাবেন সোমবার 

সিভয়েস প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:০৭, ২০ নভেম্বর ২০২১
তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা করোনা ভ্যাকসিন পাবেন সোমবার 

ফাইল ছবি

কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবার তালিকায় এবার যুক্ত হয়েছেন চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। আগামী ২২ নভেম্বর তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জেলা সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে তারা এ টিকা পাবেন।

শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের ডেপুটি সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। 

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দিবেন যারা :

স্বাস্থ্য পরিদর্শক শক্তি বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আকতার বানু, স্বাস্থ্য পরিদর্শক (অব:) প্রদীপ কুমার দেব, হেলথ এডুকেটর কাজী মাসুদুল হক এবং স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ আকবর। 

এদিকে, এ ভ্যাকসিন কার্যক্রমে সমন্বয়কারী কর্মকর্তারা হলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, এমও ডা. কাজী ফাহিমা আফরীন, এমও ডা. মোছা. ফয়জুন্নেছা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা মোহাম্মদ ইলিয়াছ চোধুরী জানান, ধাপে ধাপে সকলকেই টিকার আওতায় আনা হবে। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের আগে টিকা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ টিকা দেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়