Cvoice24.com

নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছে চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিকরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২৩ নভেম্বর ২০২১
নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছে চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিকরা

চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের মাঝে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার একযোগ বিজিএমইএর আওতায় দশটি প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির মাধ্যমে টিকা পাচ্ছে শ্রমিকরা। যেখানে কোন নিবন্ধন ছাড়াই সহজেই টিকা গ্রহণ করছেন তারা। 

গার্মেন্টস মালিকদের দাবি, শুরু হওয়া প্রথম দিনেই অন্তত ১৩ হাজার শ্রমিককে টিকার আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সকল শ্রমিককে টিকা প্রদান করা হবে। এতে কারখানায় বসে নিবন্ধন ছাড়াই স্বাচ্ছ্যন্দভাবে টিকা নিতে পারবেন শ্রমিকেরা। 

মঙ্গলবার (২৩ নভেম্বর)  দুপুরে নাসিরাবাদের ইউনি গার্মেন্টস লিমিটেডে আনুষঙ্গিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা হাসান শাহারিয়ার কবীর। বিজিএমইএ এর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান, কল কারখানা অধিদফতরের ডিআইজি আব্দুল্লাহ আল সাকিব। 

ব্যবসায়ী নেতারা এসময় বলেন, রপ্তানিমুখী পোশাক খাতের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে এবং এর সাথে যুক্তদের স্বাস্থ্য সুরক্ষা দিতে শতভাগ শ্রমিককে টিকার আওতায় আনতে হবে। তবে খুব সহজে টিকা প্রদান কার্যক্রম শুরু করায় সরকারের পাশাপাশি স্বাস্থ্যবিভাগকে ধন্যবাদ জানান তারা। 

এদিকে কারখানায় বসেই স্বাচ্ছন্দ্যভাবে টিকা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন শ্রমিকেরা।  তারা বলেন, কারখানা থেকে ছুটি নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইন ধরে টিকা প্রদান, নিবন্ধনের ঝামেলা এড়িয়ে সহজেই টিকা পাচ্ছি এটাই আমাদের জন্য আনন্দের।

বিজিএমইএর তথ্যে জানা যায়, চট্টগ্রামের অবস্থিত পোশাক শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৬৯৮ টি। এরমধ্যে ৩৮৯ টি প্রতিষ্ঠান বন্ধ থাকলে চালু থাকা বাকি ৩০৯ টি প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ৭ লাখ শ্রমিক। এদের মধ্যে ইপিজেডের ভেতরে থাকা প্রতিষ্ঠানগুলো ৪ লাখ এবং বাইরের প্রতিষ্ঠানে ৩ লাখ শ্রমিক কর্মরত আছেন। এসব শ্রমিকদের মধ্যে ইতোমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করে টিকার আওতায় চলে এসেছেন। তবে যাদের নিবন্ধন হয় নি বা নিবন্ধন করার মতো কোন দালিলিক কাগজ নেই, এসব শ্রমিকের জন্যই এ কর্মসূচি।

সিভয়েস/এএন/এএস

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়