Cvoice24.com

চার দিন মৃত্যুশূন্য থাকার পর একজনের মৃত্যু, শনাক্ত ৬

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৫, ২৪ নভেম্বর ২০২১
চার দিন মৃত্যুশূন্য থাকার পর একজনের মৃত্যু, শনাক্ত ৬

প্রতীকি ছবি

চারদিন করোনার মৃত্যুশূন্য থাকার পর চট্টগ্রামে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) তিনি মারা যান। একইদিন নতুন করে আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ৬ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন নগরের আর ১ জন উপজেলার বাসিন্দা। নুমনা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬৮ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩১ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়