Cvoice24.com

চট্টগ্রামে একদিনে শনাক্ত বেড়েছে ৩ গুণ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ২৯ নভেম্বর ২০২১
চট্টগ্রামে একদিনে শনাক্ত বেড়েছে ৩ গুণ

প্রতীকী ছবি

মাত্র একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনার সংক্রমণ ৩ গুণ বেড়েছে। চট্টগ্রামে নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। অথচ আগের দিন এ সংখ্যা ছিল মাত্র ৩ জনে। 

রোববার (২৮ নভেম্বর) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

এদিকে সুখবর হচ্ছে রোববারও চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা পাঁচ দিন মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম।

তথ্য অনুযায়ী, রোববার বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ৯ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের ৯ জনই নগরের বাসিন্দা। নুমনা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৬১ শতাংশ।  এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৭ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩১ জনে এসে দাঁড়িয়েছে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়