চট্টগ্রামে এইডস দিবস পালন
সিভয়েস ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিএমটিসিটি সেবা জোরদার করণ প্রকল্প-চমেকহার সহযোগিতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে একযোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়।
বুধবার (১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তার।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি