Cvoice24.com

চট্টগ্রামে টিকার আওতায় পরিবহন শ্রমিকরাও

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ২৫ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে টিকার আওতায় পরিবহন শ্রমিকরাও

টিকা নিতে নিবন্ধন করছেন চট্টগ্রামের পরিবহন চালক-শ্রমিকরা। ছবি: সিভয়েস

চট্টগ্রামে এবার টিকার আওতায় আসছে পরিবহন খাতের শ্রমিকরা। প্রাথমিক পর্যায়ে প্রায় পাঁচ হাজার বাস, ট্রাক ও লরি চালক এবং সহকারীকে টিকার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সহজেই টিকা প্রদান করা হবে এসব শ্রমিকদের। ফলে ঝামেলা ছাড়াই টিকা গ্রহণ করতে পারবেন পরিবহনের চালক ও সহকারীরা।

এরই মধ্যে আজ শনিবার (২৫ ডিসেম্বর) নগরীর পোর্ট কলোনির তালতলা এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে। যা আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।  

তিনি বলেন, যেহেতু পরিবহনের চালক ও হেলপার সবচেয়ে বেশি মানুষের সংস্পর্শে থাকে, তাই তাদের দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা প্রয়োজন ছিল। এর ফলেই উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ উদ্যোগ নেয়া হয়েছে। কিছু কিছু শ্রমিক ইতোপূর্বেই টিকা গ্রহণ করলেও, অনেকেই নিবন্ধনের ঝামেলার কারণে এতদিন টিকা গ্রহণ করতে পারেনি। তাই তাদের ঝামেলা ছাড়াই টিকার আওতায় আনা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়