Cvoice24.com

ফাইজার নয়, এখন থেকে ‍বুস্টার ডোজে মডার্না

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৩ জানুয়ারি ২০২২
ফাইজার নয়, এখন থেকে ‍বুস্টার ডোজে মডার্না

এখন থেকে করোনা টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার ভ্যাকসিন দেয়া হবে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এতে উল্লেখ করা হয় যে, ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সকল পর্যায়ে টিকাপ্রাপ্তি সাপেক্ষে বুস্টার ডোজ হিসেবে মডার্নার ভ্যাকসিন দেয়ার নির্দেশনা দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফাইজার ভ্যাকসিন শুধুমাত্র ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুটি ডোজের জন্যই সংরক্ষণ করা হবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রথম ডোজ হিসেবে ফাইজার টিকা পেয়েছে, তাদেরকেও দ্বিতীয় ডোজেও ফাইজারের ভ্যাকসিন দেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়