Cvoice24.com

চট্টগ্রামে শনিবার শনাক্ত ৫৫০ জন, সংক্রমণ হার বেড়ে ২৮ শতাংশে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৮, ১৫ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে শনিবার শনাক্ত ৫৫০ জন, সংক্রমণ হার বেড়ে ২৮ শতাংশে

চট্টগ্রামে আবারও শনাক্তের রেকর্ড।

চট্টগ্রামে কিছুতেই ছন্দে ফিরছে না করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও হার। নতুন বছরেই যেন বিষফোড়া হয়ে দাঁড়াচ্ছে নিয়ন্ত্রণহীন করোনার এ সংক্রমণ। বছরের শুরু থেকেই প্রতিদিন শনাক্তের হার ও সংখ্যা দুটোই ঊর্ধ্বমুখীতে অবস্থান করছে। যাতে বেশ চিন্তাও বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের।

সর্বশেষ গেল একদিনে চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত রোগী পাওয়া গেছে ৫৫০ জন। এদিনের সংক্রমণ হার ছিল প্রায় ২৮ শতাংশ। যা গতদিনের তুলনায় দ্বিগুণেরও বেশি শনাক্তের হার।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, শনিবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৫০ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৩ শতাংশ। এদের মধ্যে নগরের ৩৬২ জন আর উপজেলার ১৮৮ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়