Cvoice24.com

চট্টগ্রামে ৮ জনের ওমিক্রন শনাক্ত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২০ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে ৮ জনের ওমিক্রন শনাক্ত

চট্টগ্রামে ৮ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।

নতুন ওই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআরবি। এ নিয়ে এখন পর্যন্ত ৭১ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল। এর মধ্যে ৮ জনের তথ্য জানিয়েছে বিএসএমএমইউ।

তাদের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

তবে অধিকতর নিশ্চিত হতে নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হচ্ছে ঢাকায়।

সহকারী অধ্যাপক ও সিভাসুর ল্যাবে দায়িত্বে থাকা ইফতেখার রানা বলেন, বিদেশ থেকে আনা ওমিক্রন শনাক্তের কিটে ৭ জনের শরীরে ওমিক্রন ভাইরাসটির অস্তিত্ব মেলে। তাঁরা সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। 

সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, অধিকতর নিশ্চিত হতে ঢাকায় নমুনাগুলো পাঠানো হবে। রোববারের দিকে ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে আসলে ওমিক্রন কিনা।

এর আগে ডিসেম্বর মাসে বিদেশ থেকে ১০০ টির মতো ওমিক্রন শনাক্তের কিট আনে সিভাসু সূত্র জানায়, ইতিমধ্যে ২০ টিরও বেশি পরীক্ষা করেছে। এর মধ্যে ৭ টিতে ওমিক্রন শনাক্ত হয়। 

সিভাসুতে আনা এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বোঝা যাবে। ১০০ টির কিটের খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। 

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ

পাঠকপ্রিয়