Cvoice24.com

চট্টগ্রামে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ২১ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছে

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৩৩ দশমিক ০২ শতাংশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য পাওয়া গেছে। 

একই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪৩ জনে এসে দাঁড়িয়েছে। 

তথ্য অনুসারে, বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১০ টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১৭ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০১ শতাংশ। এদের মধ্যে নগরীর ৮৩৭ জন আর উপজেলার ২১০ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৯৩ জনে এসে দাঁড়িয়েছে।

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা যায়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়