Cvoice24.com

চট্টগ্রামে শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪১, ২২ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ 

চট্টগ্রামে শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ ছাড়ালো।-প্রতীকী ছবি

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে । যার শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। 

শুক্রবার (২১ জানুয়ারি)  বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।  রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য পাওয়া গেছে। 


আগের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ হার প্রায় একই অবস্থায় রয়েছে।  যদিও এ দিন আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কম হয়েছে। তবে এদিন করোনায় আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হওয়ার খবর পাওয়া যায় নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। 


তথ্যানুসারে, শুক্রবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ৭ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৪২৩  জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭০৪ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৫ শতাংশ। এদের মধ্যে নগরীর ৫৩১ জন আর উপজেলার ১৭৩ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার   ৯৭ জনে এসে দাঁড়িয়েছে।

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোন রোগী মারা যায়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়