Cvoice24.com

করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২২
করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

নমুনা পরীক্ষা। -ফাইল ছবি

দেশে গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। আগেরদিন যেখানে শনাক্তের সংখ্যা ১১ হাজার ৪৩৪ জন ছিল সেখানে আজ শনিবার কমে ৯ হাজার ৬১৪ জনে এসেছে। আর মৃত্যুর সংখ্যা আগের দিন যেখানে ১২ জন ছিল সেখানে এদিন মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। করোনায় এ পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে এবং ২৮ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন। 

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়