করোনায় মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ২৬
সিভয়েস ডেস্ক

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে যা শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু না হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৭৪৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৪৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৭২২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৩ হাজার ৬৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৮৬ জন।