Cvoice24.com

টানা ২৭ দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ১৮ মে ২০২২
টানা ২৭ দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২

দেশে গত ২৪ ঘণ্টায় ২২জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে। পরীক্ষার বিপরীতে যা শনাক্তের হার হিসেবে শূন্য দশমিক ৪৪ শতাংশ। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু না হওয়ায় টানা ২৭ দিন ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ। 

এদিন সুস্থ হয়েছেন ২৪১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়